১১ এপ্রিল, ২০২২ ১৪:৫৪

বিলাওয়াল হতে পারেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিলাওয়াল হতে পারেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী

বিলাওয়াল ভুট্টো-জারদারি

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা জানা যাবে আজ সোমবার। মনোনয়নপত্র দাখিল করেছেন দুই জন। বিরোধী দলের নেতা পকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর শাহবাজ শরীফ ও বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী পিটিআই নেতা শাহ মোহাম্মদ কোরেশি। বিরোধী দলীয় জোটের সংখ্যাগরিষ্ঠতা বেশি হওয়ায় শাহবাজের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো-জারদারি। খবর জিও টিভির।

বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে এবং সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতি। বিলাওয়ালের জন্ম ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর।

বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিলাওয়াল। ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ইমরান সরকারের পতন ঘটাতে বিরোধী দলীয় জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩৩ বছর বয়সী এ রাজনীতিবিদ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর