১৭ এপ্রিল, ২০২২ ০৯:৪০

মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ: জেলেনস্কি

সংগৃহীত ছবি

মারিওপোল পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সে বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, মারিওপোলের অবস্থা ভয়াবহ। সাথে তিনি মারিওপোলে ভয়ংকর কিছু ঘটলে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারীও দিয়েছেন। 

এদিকে রবিবারের মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে হবে। রাশিয়া জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।

রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসর্মপণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর