শিরোনাম
১৭ এপ্রিল, ২০২২ ১১:৪৭

শান্তি আলোচনা বাঁচাতে আব্রামোভিচ কী সত্যিই কিয়েভে গিয়েছেন?

অনলাইন ডেস্ক

শান্তি আলোচনা বাঁচাতে আব্রামোভিচ কী সত্যিই কিয়েভে গিয়েছেন?

রোমান আব্রামোভিচ।

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এরইমধ্যে বন্দরনগরী মারিওপোল প্রায় নিজেদের দখলের নেওয়ার ঘোষণাও দিয়েছে রাশিয়া। এমনকি রাজধানী শহর কিয়েভেও থেমে থেমে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন, রুশ ধনকুবের ও  ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা পুনর্জীবন দিতেই আব্রামোভিচের কিয়েভ সফর বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

যদিও আব্রামোভিচের এই সফর নিয়ে এখনও তার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। ইউক্রেনের মধ্যস্থতাকারী মিখাইলো পোদোলিয়াকও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। ক্রেমলিনও এ ব্যাপারে চুপচাপ।

তবে শুরুতে থেকেই দুই দেশের আলোচনার ব্যাপারে তৎপর আব্রামোভিচ। তাকে ইউক্রেন ও রুশ সমঝোতা বৈঠককারীদের সাথে তুরস্ক ও বেলারুশেও দেখা গেছে।

রুশ ঘনিষ্ঠতার অভিযোগ এনে যুক্তরাজ্য চেলসি মালিকের ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। আরও কয়েকটি দেশ আব্রামোভিচের সম্পদ জব্দ করেছে।

 

সূত্র: ব্লুমবার্গ

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর