১৮ এপ্রিল, ২০২২ ২১:৩৭
রয়টার্সের প্রতিবেদন

পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই গোল খেয়েছে : পুতিন

অনলাইন ডেস্ক

পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই গোল খেয়েছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের দেশেরই অর্থনীতির ক্ষতি বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার অর্থনীতি নিয়ে কথা বলার সময় ফুটবল খেলার উপমা ব্যবহার করে পুতিন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারির মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেদের জালেই গোল করেছে। এর ফলে পশ্চিমা অর্থনীতি বিপর্যয়ের দিকে এগিয়েছে।’

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার পথে। দেশের নিত্যপণ্যের চাহিদাও স্বাভাবিক হয়ে গেছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর