১৯ এপ্রিল, ২০২২ ১৫:১৪

মারিওপোলের ৪০ হাজার বাসিন্দাকে নির্বাসিত করা হয়েছে : মেয়রের দাবি

অনলাইন ডেস্ক

মারিওপোলের ৪০ হাজার বাসিন্দাকে নির্বাসিত করা হয়েছে : মেয়রের দাবি

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

এমন পরিস্থিতিতে মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো সোমবার বলেছেন, শহরের প্রায় ৪০ হাজার বেসামরিক বাসিন্দাকে ‘নির্বাসিত করা’ হয়েছে। ইউক্রেনীয় টেলিভিশনে মারিওপোলের মেয়র বলেন, ওই বেসামরিক নাগরিকদের রাশিয়া বা ইউক্রেনের মধ্যেই রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে ‘জোরপূর্বক নির্বাসনে’ পাঠানো হয়েছে।

মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, লোকজনকে সরিয়ে নেওয়ার এ সংখ্যা ‘মিউনিসিপ্যাল রেজিস্ট্রারের মাধ্যমে যাচাই করা হয়েছে। ’ 

এ  দাবি বা পরিসংখ্যান বিবিসি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি। 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর