২০ এপ্রিল, ২০২২ ১৫:২০

অবশেষে মারিউপোল থেকে নাগরিকদের সরাতে করিডোর হচ্ছে

অনলাইন ডেস্ক

অবশেষে মারিউপোল থেকে নাগরিকদের সরাতে করিডোর হচ্ছে

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মারিউপোল শহর সব থেকে হামলা প্রত্যক্ষ করেছে

অবশেষে চারদিনের মাথায় ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরাতে করিডোর হচ্ছে।

ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী বলেছেন, মারিউপোল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রাথমিক চুক্তি হয়েছে। নারী, শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার সাথে একটি প্রাথমিক চুক্তি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইরিনা ভেরেশচুক লিখেছেন, 

মারিউপোলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) আমরা আমাদের প্রচেষ্টা ফোকাস করব। 

সূত্র: আল জাজিরা 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর