২০ এপ্রিল, ২০২২ ১৬:৫৮

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে আনুষ্ঠানিক আদেশ জারি যুক্তরাজ্যের আদালতের

অনলাইন ডেস্ক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে আনুষ্ঠানিক আদেশ জারি  যুক্তরাজ্যের আদালতের

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে যুক্তরাজ্যের আদালত আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। বিষয়টি এখন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেলের কাছে যাবে। তিনি আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।  

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আদালতের এই আদেশের বিরুদ্ধে অ্যাসাঞ্জ আগামী ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবেন। 

২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গুপ্তচরবৃত্তির আইন ভঙ্গের একটিসহ যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে মোট ১৮টি অভিযোগ আনে। যুক্তরাষ্ট্র তাকে বিচারের মুখোমুখি করতে চায়। 

সূত্র: গার্ডিয়ান

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর