শিরোনাম
২০ এপ্রিল, ২০২২ ১৯:১৩

প্রথম বৈঠকেই মন্ত্রীদের যে সতর্কতা দিলেন শাহবাজ শরীফ

অনলাইন ডেস্ক

প্রথম বৈঠকেই মন্ত্রীদের যে সতর্কতা দিলেন শাহবাজ শরীফ

শাহবাজ শরীফ।

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিশেষ সতর্কতা দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বেকারত্ব আর মুদ্রাস্ফীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন।

গতকাল মঙ্গলবার শাহবাজের ৩৩ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা শপথ নেয়। তাদের সাথে বর্তমান পাকিস্তানের অর্থনীতি, জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছে শাহবাজ।

এই বৈঠকে তিনি বলেন, ‘আমরা গত সরকারের রেখে যাওয়া দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো সমস্যার মুখোমুখি হয়েছি। এর বিরুদ্ধে লড়াই করা মোটেও সহজ হবে না।
 
এই সঙ্কট থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে শাহবাজ বলেছেন, কেবল কাজ আর কাজ, আর কাজ করতে হবে। 
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর