২২ এপ্রিল, ২০২২ ১৯:০৩

আটক ব্রিটিশ সেনাদের ‘যত্ন’ করছে রাশিয়া: মারিয়া জাখারোভা

অনলাইন ডেস্ক

আটক ব্রিটিশ সেনাদের ‘যত্ন’ করছে রাশিয়া: মারিয়া জাখারোভা

সংগৃহীত ছবি

ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ব্রিটিশ নাগরিক অ্যাইডেন অ্যাসলি (২৮) ও শন পিনার (৪৮) মারিওপোলে রাশিয়ার সেনাদের কাছে আটকা পড়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে তাদের ছবি ও বক্তব্য প্রচার করা হয়। এসময় তারা ইউক্রেনের হাতে আটক এক রুশপন্থি নেতার মুক্তির বিনিয়ে তাদেরকে মুক্ত করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। তবে তাদের আহ্বানে সাড়া দেয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশাসন। ‍

তারা কেমন আছেন এ নিয়েও তাই চলছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, চিন্তার কারণ নেই, আটক ব্রিটিশ সেনাদের যত্ন আর দেখাশোনা করছে রাশিয়ার সেনারা।

জাখারোভা বলেন, ‘উদ্বিগ্ন হবেন না, রাশিয়া তাদের দেখাশোনা করছে। তাদের খাওয়ানো হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সবকিছুই দেওয়া হচ্ছে তাদের। বাকি বিদেশি যারা আটক হয়েছে কিংবা আত্মসর্পণ করেছে, তাদের মতোই আছে তারা।’

এসময় মারিয়া আরও বলেন, ব্রিটেনর অস্ত্র সরবরাহ বন্ধ করে ইউক্রেনের নাগরিকদের ওপর দয়া দেখানো উচিত।

 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর