২৩ এপ্রিল, ২০২২ ১১:০১
আল-জাজিরার প্রতিবেদন

সহস্রাধিক বেসামরিক নাগরিকের মরদেহ শনাক্ত: কিয়েভ পুলিশ প্রধান

অনলাইন ডেস্ক

সহস্রাধিক বেসামরিক নাগরিকের মরদেহ শনাক্ত: কিয়েভ পুলিশ প্রধান

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এমন পরিস্থিতিতে কিয়েভে অঞ্চলে এক হাজার ৮৪ বেসামরিক নাগরিকের মৃতদেহ শনাক্ত হয়েছে। কিয়েভ পুলিশ প্রধান জানিয়েছেন, কিয়েভের বাইরে সহস্রাধিক নাগরিককের মরদেহ চিহ্নিত করেছে ইউক্রেনীয় পুলিশ। এ খবর জানিয়েছে আল-জাজিরা

আন্ড্রি নেভিটভ টেলিভিশনে সাক্ষাৎকারে দাবি করেন, মৃতদেহগুলো পরীক্ষা করে দেখা গেছে ৫০ থেকে ৭০ শতাংশ মানুষকে মেশিনগান, স্নাইপার এবং অ্যাসল্ট রাইফেলে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, গণকবরে পাওয়া প্রায় ৩০০ মৃতদেহ এখনও অজ্ঞাত রয়ে গেছে।

উল্লেখ্য, রুশ বাহিনী কিয়েভের উত্তরের একাধিক এলাকা বেশ কিছুদিন দখলে রাখে। তবে কিয়েভের আশপাশ থেকে সরে এখন পূর্ব ইউক্রেনে জড়ো হয়েছে রাশিয়ান সেনারা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর