২৩ এপ্রিল, ২০২২ ১৭:৪৮

১৫ মাস পর পাকিস্তানে পোলিও শনাক্ত

অনলাইন ডেস্ক

১৫ মাস পর পাকিস্তানে পোলিও শনাক্ত

পাকিস্তানে ১৫ মাস পর প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার ভয়ঙ্কর এই রোগ শনাক্তের ঘোষণা দেন। 

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের উত্তরপশ্চিম জেলায় ১৫ মাসের এক ছেলে শিশু পোলিও আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানে সর্বশেষ পোলিও শনাক্ত হয়েছিল। চলতি বছরের শুরুতে কর্তৃপক্ষ পোলিওহীন ১ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে।

প্রতিবেশী আফগানিস্তানের মতো পাকিস্তানেও সর্বত্র পোলিওর বিস্তার রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে।

বৈশ্বিক পোলিও নির্মূল উদ্যোগ (জিপিইআই) এর তথ্যানুসারে, পাকিস্তানের ওয়াজিরিস্তানে নতুন এই পোলিও শনাক্ত দিয়ে বিশ্বে ২০২২ সালে আক্রান্তের সংখ্যা ৩ এ দাঁড়াল। বাকি দুটো শনাক্তের একটি মালয়ি এবং অন্যটি আফগানিস্তানে।

পোলিও শনাক্তের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পোলিও নির্মূল জাতীয় টাস্কফোর্সের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। দক্ষিণ এশিয়ায় রোগটি যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য পাকিস্তান কাজ করছে বলেও জানিয়েছে।

আনুষ্ঠানিকভাবে ‘পোলিও মুক্ত’ স্বীকৃতি পেতে একটি দেশকে টানা তিন বছর পোলিও শূন্য থাকতে হয়।

সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর