৪ মে, ২০২২ ১৭:৪১
বিবিসি’র প্রতিবেদন

হিটলার ইস্যুতে ল্যাভরভকে ক্ষমা চাওয়ার আহ্বান ইহুদি ধর্মগুরুর

অনলাইন ডেস্ক

হিটলার ইস্যুতে ল্যাভরভকে ক্ষমা চাওয়ার আহ্বান ইহুদি ধর্মগুরুর

রাশিয়ায় ইহুদিদের প্রধান ধর্মগুরু (রাব্বি) বেরেল লাজার

রাশিয়ায় ইহুদিদের প্রধান ধর্মগুরু (রাব্বি) বেরেল লাজার হিটলার ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘‘এটা ‘ভালো হবে’ যদি তিনি (ল্যাভরভ) ইহুদিদের কাছে ক্ষমা চান ও তার ভুল স্বীকার করেন’’। 

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইতালিয়ান টিভিতে এক সাক্ষাতকারে বলেন, ‘জার্মানির নাৎসি নেতা এডলফ হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল’। এই মন্তব্যের পর থেকে ইসরায়েলের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড হিটলার সম্পর্কিত মন্তব্যের জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন। 

এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য একটি মিথ্যা কথা। রাজনৈতিক উদ্দেশ্যে হলোকস্টকে ব্যবহার করা অবশ্যই বন্ধ করতে হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড ইসরায়েলে রুশ রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা দাবি করেন।

তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের বক্তব্যকে সমর্থন করে জানিয়েছে, ইসরায়েল তার নিজস্ব ‘ঐতিহাসিক বিবৃতি’ দিয়েছে। সূত্র : বিবিসি/জেরুজালেম পোস্ট

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর