১১ মে, ২০২২ ১৪:১৪

‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি বাস্তবায়ন করতে পারবে কংগ্রেস?

অনলাইন ডেস্ক

‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি বাস্তবায়ন করতে পারবে কংগ্রেস?

পুত্র রাহুল গান্ধীর সাথে সোনিয়া গান্ধী।

এবার ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। দলকে চাঙা করতেই এমন পথে হাঁটতে চাইছে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন দলটি, এমন খবরই দিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

তবে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবর বলছে, এই নিয়ম গান্ধী পরিবারের জন্য প্রযোজ্য হবে না। সোনিয়া গান্ধীর সভাপতিত্বে এ বিষয়ে আলোচনাও হয়েছে। 

আগামী শুক্রবার থেকে উদয়পুরে কংগ্রেসের আলোচনার জন্য সাংগঠনিক বিষয়ে যে খসড়া তৈরি হয়েছে, তাতে ‘এক ব্যক্তি, এক পদ’-এর পাশাপাশি ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতির কথাও বলা হয়েছে। 
 
সংগঠনে তরুণ নেতৃত্ব বাড়াতে ৫০ বছরের কম বয়সীদের জন্য আরও বেশি পদ বরাদ্দ দেওয়ার কথাও উঠছে কংগ্রেসের আলোচনায়।  

২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে টক্কর দিয়েই কংগ্রেসকেও ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে।

আসন্ন চিন্তন সভায় কংগ্রেসের ৪০০-এর বেশি নেতা তাদের মতামত দেবেন। সাথে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীও দলের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর