১১ মে, ২০২২ ১৫:২৩

অন্ধ্রপ্রদেশে অশনি, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে কখন?

অনলাইন ডেস্ক

অন্ধ্রপ্রদেশে অশনি, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে কখন?

অশনির প্রভাবে বৃষ্টি।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অশনি আজ সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে। ঝড়টি বৃহস্পতিবার নাগাদ দুর্বল হয়ে পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্ধ্রপ্রদেশের নারসাপুর, ইয়ানাম, কাকিনাড়া, তুনি ও ভিশাখাপাত্তাম উপকূল অতিক্রম করে সন্ধ্যায় অশনি অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলের বঙ্গোপসাগরে রাত নাগাদ এগিয়ে যেতে পারে।
 
বৃহস্পতিবার সকালে ঝড়টি দুর্বল হয়ে পড়বে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তাই অন্ধ্রপ্রদেশ ও ওড়িষ্যার জেলেদের সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় রেড অ্যালার্ট বা বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর