১১ মে, ২০২২ ১৬:৫২

রমজান ও ঈদে মসজিদে নববী সফর করেছেন দুই কোটি মুসল্লি

অনলাইন ডেস্ক

রমজান ও ঈদে মসজিদে নববী সফর করেছেন দুই কোটি মুসল্লি

সংগৃহীত ছবি

এ বছরের রমজান ও ঈদুল ফিতরে মদিনার মদিনার পবিত্র মসজিদে নববী সফর করেছে ২ কোটি ২০ লাখ মুসল্লি। সৌদির পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।

সুদাইস জানিয়েছেন, এসময় মুসল্লিদের মধ্যে পবিত্র জমজম কুপের ৪৫ লাখ বোতল এবং ৩৩ লাখের বেশি কন্টেইনার পানি বিতরণ করা হয়েছে। রমজানে ৫০ লাখ মুসল্লিকে ইফতার দেওয়া হয়েছে।

আরব নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়েছে সৌদির বাইরের দেশ থেকে আসা ওমরাযাত্রীদের মধ্যে তালিকার শীর্ষে ইরাক। দেশটি থেকে এ বছর ৩ লাখ ১৩ হাজার ৮১৫ জন ওমরাহ করেছেন। এরপর পাকিস্তান থেকে এসেছেন ২ লাখ এক হাজার তিনজন। ইন্দোনেশিয়া ও মিসর থেকে যথাক্রমে ১ লাখ ৭১ হাজার ৮৯৮ ও ৯৫ হাজার ৯০৭ জন।  

সূত্র: আরব নিউজ, আরব নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর