১৬ মে, ২০২২ ০৫:৪৯

ক্যালিফোর্নিয়ায় চার্চে বন্দুক হামলা, একজন নিহত

অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় চার্চে বন্দুক হামলা, একজন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, রবিবার ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে লেগুনা উডস শহরের জেনেভা প্রেসবিটেরিয়ান চার্চ লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে চার্চের ভেতরে কোথায় গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস অথরিটি টুইটারে বলেছে যে, তার দমকলকর্মী এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে এবং একাধিক রোগীর চিকিৎসা ও পরিবহন করছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোতে দেখা যায় যে, জরুরি যানবাহনগুলো একটি গির্জার বাইরে সারিবদ্ধ হয়ে আছে।

উল্লেখ্য, এ ঘটনার মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর