২৩ মে, ২০২২ ২১:২৭

মানসিক স্বাস্থ্য সহায়তা চাইলেন ইউক্রেনের ফার্স্ট লেডি

অনলাইন ডেস্ক

মানসিক স্বাস্থ্য সহায়তা চাইলেন ইউক্রেনের ফার্স্ট লেডি

ওলেনা জেলেনস্কা।

রাশিয়ার হামলার কারণে সৃষ্ট মানসিক সঙ্কট কাটিয়ে উঠতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাহায্য চেয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। তার দাবি, রাশিয়ার আগ্রাসনের এই নেতিবাচক মানসিক প্রভাব বেশ কয়েক দশক থাকতে পারে।

ওলেনা বলেন, ‘এই দখলার সময়ে ‍ইউক্রেনীয়রা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, তাদের আবাসস্থলে বোমা পড়েছে, গোলাবর্ষণ হয়েছে। তাদের এখন পুনর্বাসন দরকার, একইভাবে তাদের মানসিক আহত অবস্থা কাটিয়ে ওঠাও দরকার।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধের ভয়াবহতা দুর্ভাগ্যজনকভাবে কয়েক দশক থেকে যাবে। রাশিয়ার যুদ্ধ এমন ভয়াবহতা দেখিয়ে যা আমরা কল্পনাও করতে পারিনি।’


সূত্র: আল জাজিরা

বাংলাদেশ প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর