৩০ মে, ২০২২ ১৭:১২

নিরবচ্ছিন্নভাবে ইউক্রেনকে সমর্থন করবে ন্যাটো: স্পেন

অনলাইন ডেস্ক

নিরবচ্ছিন্নভাবে ইউক্রেনকে সমর্থন করবে ন্যাটো: স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ন্যাটো নিরবচ্ছিন্নভাবে ইউক্রেনকে সমর্থন করবে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপ ও বিশ্বের নিশ্চিন্ত-নিরাপদ ভবিষ্যত গড়তে ইউক্রেনকে সহায়তা করে যাওয়াই একমাত্র উপায়।’

ইউক্রেন ন্যাটোর সদস্য না হলেও এই সামরিক জোটে থাকা দেশগুলো কিয়েভকে মোটা অঙ্কের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনে মস্কোর বিপক্ষে ছায়াযুদ্ধ করছে ন্যাটোর মিত্ররা। যদিও ন্যাটো বারবার বলছে, তারা সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। ভ্লাদিমির পুতিন প্রশাসনের দাবি, প্রতিবেশী দেশটিকে নিরপেক্ষ ও নিরস্ত্র রাখতেই তারা এই কথিত বিশেষ অভিযান পরিচালনা করছে। 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর