১ জুন, ২০২২ ১৬:৩৪

পোপ ফ্রান্সিস বললেন, গম যুদ্ধের হাতিয়ার হতে পারে না

অনলাইন ডেস্ক

পোপ ফ্রান্সিস বললেন, গম যুদ্ধের হাতিয়ার হতে পারে না

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

ইউক্রেন থেকে খাদ্য রপ্তানির জন্য অবরোধ প্রত্যাহার করতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, খাদ্যসামগ্রী যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভ্যাটিকান সিটির সেইন্ট পিটারস স্কয়ারে হাজারো শ্রোতাদের উদ্দেশ্যে সাপ্তাহিক ভাষণে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, রাশিয়ার উচিত অবরোধ তুলে নেওয়া। কারণ, বিশ্বের লাখো মানুষ বিশেষ করে দরিদ্র দেশগুলো ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে। জাতিসংঘ বলছে, বিশ্বে খাদ্য সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া যাতে অবরোধ প্রত্যাহার করে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

পশ্চিমা নেতাদের অভিযোগ, ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া বিশ্বকে জিম্মি করছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর