৮ জুন, ২০২২ ১৪:৪৮

কার্বন নিঃসরণ কমাতে কৃষকদের ওপর করারোপের পরিকল্পনা নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক

কার্বন নিঃসরণ কমাতে কৃষকদের ওপর করারোপের পরিকল্পনা নিউজিল্যান্ডের

কৃষিক্ষেত্রে কার্বন নিঃসরণ কমাতে কৃষকদের ওপর করারোপের পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। বুধবার এ বিষয়ে একটি খসড়া পরিকল্পনা প্রকাশ করেছে তারা। দেশটির গ্রিন হাউজ গ্যাস (বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস) নিঃসরণের বড় একটি অংশ আসে কৃষিক্ষেত্র থেকে।

নিউজিল্যান্ডে জনসংখ্যা ৫০ লাখ। দেশটিতে গবাদি পশুর সংখ্যা ১ কোটি এবং ভেড়া আছে ২ কোটি ৬০ লাখ। নিউজিল্যান্ডে মোট নিঃসরিত গ্রিন হাউজ গ্যাসের অর্ধেকই আসে কৃষিক্ষেত্র থেকে, যার বেশিরভাগই মিথেন। খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, ২০২৫ সাল থেকে কৃষকদের গ্যাস নিঃসরণের জন্য অর্থ পরিশোধ করতে হবে। এ উদ্যোগ থেকে প্রাপ্ত অর্থ কৃষকদের জন্য গবেষণা, উন্নয়ন ও সুপারিশমূলক কার্যক্রমে ব্যবহৃত হবে।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় দাবি করেছে, কৃষিক্ষেত্রে করারোপের প্রস্তাব কার্যকর হলে বিশ্বে নিউজিল্যান্ডই হবে প্রথম দেশ যেখানে গবাদিপশুর জন্য কৃষকদের কর দিতে হবে। 

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ বলেছেন, আমাদের মিথেনের পরিমাণ কমাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। করারোপের ব্যবস্থা কার্যকর করা হলে তা মিথেনের পরিমাণ কমাতে সাহায্য করবে।

সূত্র : রয়টার্স


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর