শিরোনাম
১০ জুন, ২০২২ ১৯:০৪

দোনেস্কে দুই ব্রিটিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে: ল্যাভরভ

অনলাইন ডেস্ক

দোনেস্কে দুই ব্রিটিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, সদ্য ইউক্রেন থেকে স্বাধীনতার ঘোষণা করা দোনেস্ক অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সের্গেই ল্যাভরভ জানান, দোনেস্ক পিপলস রিপাবলিকের নিয়ম অনুযায়ীই এই শাস্তি দেওয়া হয়েছে। কারণ ও ভূখণ্ডে এই অপরাধ কর্ম ঘটেছে।

ল্যাভরভ বলেন, ‘সবকিছু এরই মধ্যে ঘটে গেছে। আমি এই বিচারিক প্রক্রিয়ায় আমি হস্তক্ষেপ করবো না। এটা দোনেস্ক পিপলস রিপাবলিকের নিয়ম অনুযায়ীই চলবে।’

এখনও দোনেস্কের বিরাট অঞ্চল ইউক্রেনের দখলে। জাতিসংঘের সদস্যদের মধ্যে কেবল রাশিয়াই দোনেস্ক স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে দোনেস্কে সাজা দেওয়া তিন বিদেশি নাগরিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় সেনা অভিযান শুরু করার আগেই দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর