১২ জুন, ২০২২ ১১:০০

রেস্তোরাঁয় নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক

রেস্তোরাঁয় নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, গ্রেফতার ৯

রেস্তোরাঁয় নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, গ্রেফতার ৯

চীনের তাংশান শহরে নারীদের ওপর একদল পুরুষের নৃশংস হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটিতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় এক নারীর পিঠে হাত রাখা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। তখন ওই নারী তাকে দূরে ঠেলে দেন। এরপর লোকটিকে ওই নারীর ওপর আঘাত করতে দেখা যায়। আর বেশ কয়েকজন পুরুষ ওই নারীকে টেনে বাইরে নিয়ে মারধর  করেন। তখন ওই নারী মেঝেতে পড়ে যান। পুরুষদের দলটিকে ওই নারীর ডাইনিং পার্টনারদের ওপরও আক্রমণ করতে দেখা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। অন্য দুজন সামান্য আহত হয়েছেন। 

উত্তর হেবেই প্রদেশের তাংশানের পুলিশ বলেছে, তারা সহিংস হামলা ও ‘সমস্যা উসকে দেওয়ার’ সন্দেহে ৯জনকে গ্রেফতার করেছে।

গত শনিবার চীনা সোশ্যাল মিডিয়াতে এই হামলার ভিডিও ভাইরাল হয়। এরপর তা আলোচনায় উঠে আসে। জড়িতদের কঠোর শাস্তির দাবি উঠেছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর