১৩ জুন, ২০২২ ২১:০৮

কেন আরও আধুনিক ক্ষেপণাস্ত্র চাইছেন জেলেনস্কি?

অনলাইন ডেস্ক

কেন আরও আধুনিক ক্ষেপণাস্ত্র চাইছেন জেলেনস্কি?

পশ্চিমা দেশগুলোর কাছে আরও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চাইছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে ট্যাংক ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে। সাথে পদাতিক সেনাদের সহায়তায় বিমান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

এছাড়াও কৃষ্ণসাগর থেকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে রুশ জাহাজ।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৬০৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

এই রুশ আগ্রাসন রুখতে আধুনিক ক্ষেপণাস্ত্র অধিক কার্যকর হবে বলেই দাবি করেছেন জেলেনস্কি। তাই পশ্চিমাদের কাছে তিনি আরও আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর