১৪ জুন, ২০২২ ১১:২৭

সরকারবিরোধী বিক্ষোভ; কিউবায় ৩৮১ জনকে সাজা

অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভ; কিউবায় ৩৮১ জনকে সাজা

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে ৩৮১ জনকে সাজা দিয়েছে কিউবা। অভিযুক্তদের কয়েকজনকে ২৫ বছর পর্যন্ত জেল দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, রাষ্ট্রদ্রোহ, জনসাধারণের বিশৃঙ্খলা, হামলা বা ডাকাতির মতো অপরাধের জন্য ২৯৭ জন অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে কয়েকজনকে সমাজসেবা করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরে কিউবায় দাম বৃদ্ধি এবং খাদ্য ও ওষুধের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। অনুমোদন ছাড়া কিউবায় জনসমাবেশ নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেসময় ১০০০ এর বেশি লোককে গ্রেফতার করা হয়। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল সেই অস্থিতিশীল অবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তিনি জানান, বিক্ষোভকারীদের ভাড়া করে রাস্তায় নামানো হয়েছে। ‌কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবকে রক্ষা করতে তিনি সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন। 

সোমবার দেশটির পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যাদের সাজা দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৬ থেকে ১৮ বছর বয়সী ১৬ জন যুবক রয়েছে।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর