১৬ জুন, ২০২২ ১৮:০৬

ইউক্রেন অবশ্যই জয় লাভ করবে: কিয়েভে ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

ইউক্রেন অবশ্যই জয় লাভ করবে: কিয়েভে ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করবে।

ইউক্রেন সফরে গিয়ে ম্যাক্রোঁ এই কথা বলেন। চলতি সফরের ম্যাক্রোঁর সাথে আরও আছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।

কিয়েভের কাছের শহর ইরপিন সফরে গিয়ে তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই ফ্রান্স ইউক্রেনের সাথে আছে। কোনো রকম ধোঁয়াশা না রেখেই আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি। ইউক্রেন অবশ্যই প্রতিরোধ করবে এবং জয় লাভ করবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে ফ্রান্স, জার্মানি ও ইতালি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নানা সময়ের কার্যক্রমে সবসময় একমত প্রকাশ করতে পারেনি জার্মানি ও ফ্রান্স।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর