শিরোনাম
১৭ জুন, ২০২২ ১৯:৩৬

নিষেধাজ্ঞা দাতারাই ক্ষতিগ্রস্ত, দাবি পুতিনের

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা দাতারাই ক্ষতিগ্রস্ত, দাবি পুতিনের

ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ। রাশিয়াকে আন্তর্জাতিক ও অর্থনৈতিকভাবে কাবু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুতিনের দাবি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের ৪০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হবে।

পুতিনের আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধে নেওয়া পদক্ষেপে ইইউ তার রাজনৈতিক সার্বভৌমত্বও হারিয়েছে।

পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই ইউরোপীয় দেশগুলোতে অস্বাভাবিকভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাধারণ মানুষের স্বার্থকে পাশ কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন পথে হেঁটেছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর