২১ জুন, ২০২২ ১৩:২৭

ন্যাটোর সদস্য হতে চায় জর্জিয়া, জানালেন প্রধানমন্ত্রী ইরাকলি

অনলাইন ডেস্ক

ন্যাটোর সদস্য হতে চায় জর্জিয়া, জানালেন প্রধানমন্ত্রী ইরাকলি

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলি

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলি বলেছেন, তার দেশ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে সংকল্পবদ্ধ। তবে তার আগে রাশিয়ার সঙ্গে আঞ্চলিক সমস্যা সমাধান করতে হবে। কাতারে একটি অর্থনৈতিক সম্মেলনে জার্জিয়ার প্রধানমন্ত্রী এসব কথা বলেন

জর্জিয়ার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান অবস্থিত। দেশটির বিচ্ছিন্ন অঞ্চল আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ বলে স্বীকৃত। যদিও রাশিয়াসহ কিছু দেশ ওই অঞ্চলগুলোকে স্বাধীন অঞ্চল বলে স্বীকৃতি দিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর