২১ জুন, ২০২২ ১৪:৩৭

পুতিন ভেল্কিতে ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক

পুতিন ভেল্কিতে ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনে সেনা অভিযান চালিয়ে রীতিমতো বিপদ ডেকে এনেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার মুদ্রার দামও কমছিল তরতরিয়ে।

ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পুতিন ঘোষণা দিয়েছিলেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলো রাশিয়ার কাছ থেকে জ্বালানি বিক্রি করবেন রুবলে। পুতিনের এমন ঘোষণার পরই নাটকীয়ভাবে বাড়তে থাকে রুশ মুদ্রা রুবলের দাম।

গত রবিবার ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। জ্বালানি তেলসহ কমোডিটি রফতানি বৃদ্ধি ও আমদানির লাগাম টেনে ধরায় রুবলের মান শক্তিশালী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মস্কো এক্সচ্যাঞ্জে গতকাল সোমবার দুপুরের দিকে ডলারের বিপরীতে রুবলের মান ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৭৫ এ দাঁড়িয়েছে। ২০১৫ সালের জুলাইয়ের পর যা সর্বোচ্চ। এছাড়া ইউরোর বিপরীতে রুবলের মান শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৪৯।

পণ্য রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাসের ফলে চলতি বছরে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে দাঁড়িয়েছে। এছাড়া রুশ নাগরিকদের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় ব্যয় থেকে নিষেধাজ্ঞা এতে প্রভাব রেখেছে।

বিভিন্ন কোম্পানি তাদের কর পরিশোধ করবে বলে চলতি সপ্তাহে রুবলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ মাসের শেষের দিকে ডলারের বিপরীতে রুবলের মান ৫০ এ নেমে আসবে বলে মনে করে এসবারসিআইবি ইনভেস্টমেন্ট রিসার্চ নামে একটি বিশ্লেষক প্রতিষ্ঠান।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর