২৯ জুন, ২০২২ ১২:৪৭

নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার নিউজসাইট বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার নিউজসাইট বন্ধের নির্দেশ

নোবেল জয়ী সাংবাদিক মারিয়া রেসা

শান্তিতে নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রেসার অনুসন্ধানী নিউজ সাইট র‌্যাপলার বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতা ছাড়বেন। তার স্থলাভিষিক্ত হবেন গত মে মাসে নির্বাচনে জয়ী  ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুতার্তের ক্ষমতা ত্যাগের একদিন আগে দেশটির নিয়ন্ত্রক সংস্থা র‌্যাপলার বন্ধের নির্দেশ দিল।

এক বিবৃতিতে র‌্যাপলার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

দেশটির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)  বলেছে, কোম্পানিটির (র‌্যাপলারের) কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, র‌্যাপলারের অর্থায়ন পদ্ধতি অসাংবিধানিক।

২০১২ সালে র‌্যাপলার প্রতিষ্ঠা করেন মারিয়া রেসা। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ফিলিপাইনে পরিচিত হয়ে ওঠে তার নিউজ সাইটটি। প্রেসিডেন্ট দুতার্তের সমালোচনাকারী র‌্যাপলারের বিরুদ্ধে ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগ তুলে লাইসেন্স প্রত্যাহার করে ফিলিপাইন।

মারিয়া রেসা র‌্যাপলার প্রতিষ্ঠার আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করেছেন। নিজের প্রতিবেদনের কারণে বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন মারিয়া রেসা। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় স্থান পান তিনি। আর ২০২১ সালে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করার স্বীকৃতি হিসেবে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর