৪ জুলাই, ২০২২ ১৬:১১

লুহানস্ক দখলের পর এবার দোনেতস্কে নজর রাশিয়ার: আঞ্চলিক মেয়র

অনলাইন ডেস্ক

লুহানস্ক দখলের পর এবার দোনেতস্কে নজর রাশিয়ার: আঞ্চলিক মেয়র

লুহানস্ক শহর দখলের পর এবার দোনেতস্ক দখলে পূর্ণ মনোযোগ দিতে পারে রাশিয়া। লুহানস্কের গভর্নর  সেরহি হেইদায় এমন আশঙ্কা করে বলেন, রুশ বাহিনী এখন দোনেতস্কের স্লোভানস্ক এবং বাখমুতে আক্রমণ বাড়াবে। রবিবার স্লোভিয়ানস্ক শহরের মেয়র ভাদিম লাইখ জানান, রুশ বাহিনীর বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন।

এর আগে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লুহানস্ক অঞ্চল স্বাধীন হয়েছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, দোনেতস্ক অঞ্চলের অনেক বড় শহর এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। এসব শহরে গত দু–তিন দিন ধরে প্রচণ্ড রকম ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা হচ্ছে। ইউক্রেন যথেষ্ট পরিমাণে ভারী কামান এবং অন্যান্য অস্ত্র পেতে চলেছে এবং তখন হারানো এসব অঞ্চল মুক্ত করতে সমর্থ হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। ইতিমধ্যে মারিউপোল ও সেভেরোদোনেতস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা এসেছে মস্কোর পক্ষ থেকে। এরপর তাদের বড় লক্ষ্য ছিল এই লিসিচানস্ক শহরটি। সূত্র: আল জাজিরা, রয়টার্স

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর