৮ জুলাই, ২০২২ ১৪:২২

শিনজো আবের সর্বশেষ অবস্থা জানালেন তার ছোট ভাই

অনলাইন ডেস্ক

শিনজো আবের সর্বশেষ অবস্থা জানালেন তার ছোট ভাই

গুলিবিদ্ধ শিনজো আবে মাটিতে লুটিয়ে পড়েন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ আবেকে নারা শহরের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ছোট ভাই এবং দেশটির বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিসি জানিয়েছেন, তাকে (শিনজো আবে) রক্ত দেওয়া হচ্ছে।

নোবুও কিসি বলেন, আমাকে বলা হয়েছে তিনি এখন নারা হাসপাতালে আছেন। সেখানে তাকে রক্তপ্রদানসহ সংবেদনশীলতার (জ্ঞান ফেরানোর) চিকিৎসা দেওয়া হচ্ছে।

একটি ভবন থেকে আবেকে গুলি করা হয়। তার ঘাড়ে গুলি লাগে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এই আক্রমণকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ’ এবং মতপ্রকাশের স্বাধীনতার দমন বলে উল্লেখ করেছেন। এদিকে তার স্ত্রী আকিয়ে আবে ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর