১০ জুলাই, ২০২২ ১৬:২৭

বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পো শহরে ঈদের নামাজ পড়েছেন বাশার আল-আসাদ

অনলাইন ডেস্ক

বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পো শহরে 
ঈদের নামাজ পড়েছেন বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির আলেপ্পো শহরে ঈদুল আজহার নামাজ পড়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি সানার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শুক্রবার আলেপ্পো সফর করেন। সফরের দ্বিতীয় দিন শনিবার এক সময়ের বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে ঈদুল আজহার নামাজ পড়েন তিনি।

ঈদ পরবর্তী এক বার্তায় বাশার আল আসাদ সিরিয়ার জনগণ ও সেনাবাহিনীকে শুভেচ্ছা  জানান।

সিরিয়ার সরকারবিরোধীরা আলেপ্পো শহরটি ২০১১ সালে দখলে নেয়। ২০১৬ সালে সরকারি বাহিনী রাশিয়ার সহায়তায় বিদ্রোহীদের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রায় ৬ বছরের যুদ্ধে সিরিয়ার সমৃদ্ধ আলেপ্পো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

বাশার আল-আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার গ্রান্ড উমাইয়া মসজিদের সামনে হাঁটার ছবি দেন। এছাড়া শনিবার প্রকাশিত ছবিতে আসাদের চারপাশে ইমাম এবং মুসল্লিদের দেখা যায়। সূত্র:ডন

বিডিপ্রতিদিন/কবিরুল 

সিরিযার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে বলা হয়েছে, 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর