১২ জুলাই, ২০২২ ১১:০০

সাবেক প্রধানমন্ত্রী আবেকে শেষ বিদায় জানাচ্ছে জাপানিজরা

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী আবেকে শেষ বিদায় জানাচ্ছে জাপানিজরা

সাবেক প্রধানমন্ত্রীকে শিনজো আবেকে আজ মঙ্গরবার শেষবারের মতো বিদায় জানাচ্ছে জাপানিজরা। জাপানে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন আবে। তবে তার শেষ বিদায়ের অনুষ্ঠান খুবই সীমিত পরিসরে করা হচ্ছে। এতে শুধু বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। টোকিও শহরের জোজোজি মন্দিরে আবের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

জোজোজি মন্দিরে এখন ধর্মীয় আচার অনুষ্ঠান করা হচ্ছে। মন্দিরের বাইরে টোকিওজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে শেষকৃত্যের মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল সংসদ ভবনও অতিক্রম করবে, যেখানে ১৯৯৩ সালে আইপ্রণেতা হিসেবে প্রথমবার প্রবেশ করেছিলেন আবে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হয়ে দীর্ঘসময় দেশের নেতৃত্ব দিয়েছেন। 

গত শুক্রবার জাপানের দক্ষিণাঞ্চলীয় নারা শহরে দলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ৬৭ বছরের আবে। গুলিবিদ্ধ হওয়ার ৫ ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তার শরীরে জীবনের কোনো চিহ্ন ছিল না বলে জানানো হয়েছিল। 

২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও আবে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। জাপানের ক্ষমতাসীন দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হতেন তিনি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর