১৫ জুলাই, ২০২২ ১৬:৫৬

দোনেতস্কের বন্দিশালায় ব্রিটিশ নাগরিকের মৃত্যু: গার্ডিয়ানের রিপোর্ট

অনলাইন ডেস্ক

দোনেতস্কের বন্দিশালায় ব্রিটিশ নাগরিকের মৃত্যু: গার্ডিয়ানের রিপোর্ট

ব্রিটিশ নাগরিক পল উরি

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেতস্কের কারাগারে বন্দি থাকা অবস্থায় ব্রিটিশ নাগরিক পল উরি (৪৫) মারা গেছেন। বিবিসি ও গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে

গত ২৯ এপ্রিল অলাভজনক প্রতিষ্ঠান প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানিয়েছিল, দক্ষিণ ইউক্রেনের একটি তল্লাশি চৌকি থেকে পল উরিকে তার সহযোগী ডিলান হেলিসহ আটক করা হয়।

এই দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রুশপন্থী দোনেতস্কের বিদ্রোহীরা ইউক্রেনে ‘ভাড়াটে সেনা’ হিসেবে কাজ করার অভিযোগ তোলে।

দোনেতস্কে কারাবন্দীদের নিয়ে কাজ করা দারয়া মরোজোভা বলেন, অসুস্থতা ও মানসিক চাপে পল উরি গত ১০ জুলাই মারা গেছেন। আটক করার পর প্রথম মেডিকেল চেকআপে ডায়াবেটিসসহ তার অনেক রোগ ধরা পড়ে। পল উরির মা তার ডায়াবেটিস থাকার কথা স্বীকার করেন।

এই ঘটনায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর