১৬ জুলাই, ২০২২ ১৩:১১

মেক্সিকান মাদক সম্রাট কুইন্টেরো গ্রেফতার

অনলাইন ডেস্ক

মেক্সিকান মাদক সম্রাট কুইন্টেরো গ্রেফতার

৬৯ বছর বয়সী কুইন্টেরোকে পশ্চিম সিনালোয়া রাজ্যে একটি ঝোপ থেকে গ্রেফতার করা হয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মেক্সিকান ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেফতার করা হয়েছে। তাকে মেক্সিকোর পশ্চিম সিনালোয়া রাজ্য থেকে গ্রেফতার করেছে দেশটির নৌবাহিনী। খবর বিবিসির। 

খবরে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী কুইন্টেরোকে পশ্চিম সিনালোয়া রাজ্যে একটি ঝোপ থেকে গ্রেফতার করা হয়। ম্যাক্স নামে বিশেষভাবে প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, কর্তৃপক্ষ অবিলম্বে কুইন্টেরোর প্রত্যর্পণ চাইবে। 

১৯৮৫ সালে একজন মার্কিন আইন প্রয়োগকারীকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আছে কুইন্টেরোর বিরুদ্ধে। এর আগে তাকে চোইক্স শহর থেকে গ্রেফতার করা হয়েছিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, একজন মার্কিন কর্মকর্তাকে অপহরণের পর নির্যাতন ও হত্যার দায়ে কোনো মানুষের লুকোনোর জায়গা নেই। কুইন্টেরোকে গ্রেফতারের জন্য তিনি মেক্সিকোর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর