শিরোনাম
১৮ জুলাই, ২০২২ ০৮:১১

পুতিনের অসুস্থতা নিয়ে যা বললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান

অনলাইন ডেস্ক

পুতিনের অসুস্থতা নিয়ে যা বললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান

ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত, তিনি পারকিনসনে ভুগছেন, দ্রুত কমে আসছে তার চোখের দৃষ্টিশক্তি। ইউক্রেন অভিযান শুরুর পর এ ধরনের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। 

এবার পুতিনের অসুস্থতা নিয়ে কথা বললেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন। পুতিন অসুস্থ বা তাকে হত্যা করা হতে পারে এমন জল্পনাকে ‘ইচ্ছাকৃত চিন্তাভাবনা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

ইউক্রেনের যুদ্ধে ধাক্কা খেয়ে রাশিয়ার স্থল বাহিনী এখন হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন টনি রাদাকিন।

ইউক্রেনে ৫০ হাজার রুশ সেনা হয় মারা গেছে বা আহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।

সূত্র : রয়টার্স, এনডিটিভি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর