শিরোনাম
১৮ জুলাই, ২০২২ ০৯:৩৩

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

১৬ জুলাই শ্রীলঙ্কার সংসদ ভবনের বাইরে নিরাপত্তাকর্মীদের পাহারা। ছবি রয়টার্সের

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটিতে আজ থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিক্রমাসিংহে একটি গেজেট নোটিশ জারি করেছেন। খবর কলম্বো গেজেটের।

এতে তিনি বলেছেন- জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদে অনুষ্ঠিত ভোটের আগে জরুরি অবস্থার এই ঘোষণা এলো। আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে তিনি দেশ ছাড়েন। 

গোতাবায়া মালদ্বীপে পালিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজার হাজার মানুষ ভিড় করেন। এই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাইও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 

 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর