১৯ জুলাই, ২০২২ ১৩:১২

আরও ২৮ কর্মকর্তাকে বরখাস্ত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

আরও ২৮ কর্মকর্তাকে বরখাস্ত করছেন 
ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করার পর আরও ২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্তের একদিনের মাথায় এমন ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট 

তিনি জানান, ইতোমধ্যেই বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার সংস্থায় বিশ্বাসঘাতকতার বহু নজির রয়েছে।

গতকাল সোমবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, এসবিইউ-এর কর্মীদের ব্যাপারে একটি নিরীক্ষা চলছে এবং ২৮ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তবে সবার ক্ষেত্রেই কারণ প্রায় একই রকমের। তাদের কাজের ফলাফল সন্তোষজনক নয়।

এর আগে প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা এবং নিরাপত্তাপ্রধান ইভান বাকানভকে বরখাস্ত করা হয়। গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর থেকে একে ইউক্রেন সরকারে সবচেয়ে গুরুতর ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এছাড়াও গত রবিবারের ভাষণে জেলেনস্কি জানান, ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ এবং রাশিয়াকে সহযোগিতা ও মদদ দেওয়া-সংক্রান্ত সাড়ে ৬০০-এর বেশি ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। এর মধ্যে ৬০টি ঘটনায় যে কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে তারা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় আছেন। 

সূত্র: আল-জাজিরা

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর