১৯ জুলাই, ২০২২ ১৮:৩০

দাবদাহ-দাবানলে বিপর্যস্ত পশ্চিম ইউরোপ

অনলাইন ডেস্ক

দাবদাহ-দাবানলে বিপর্যস্ত পশ্চিম ইউরোপ

পশ্চিম ইউরোপে চলছে তীব্র দাবদাহ। যুক্তরাজ্যে এরইমধ্যে তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফ্রান্সেও দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। স্পেনেও সোমবার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। 

অন্যদিকে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসে দাবানলের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজারো মানুষ। 

স্পেনের উত্তরাঞ্চলে এরইমধ্যে দাবানলে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পর্তুগালেও এক বৃদ্ধ দম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ফ্রান্সের নঁতে শহরেও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। দেশটিতে এরমধ্যে দাবানলের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। একটি চিড়িয়াখানার এক হাজার প্রাণীকেও সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার নেদারল্যান্ডসেও ৩৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়াতে পারে। বেলজিয়াম ও জার্মানির তাপমাত্রাও ৪০ ডিগ্রিও ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর