২০ জুলাই, ২০২২ ১৭:২৫

ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর হুঁশিয়ারি দিলেন পুতিন

অনলাইন ডেস্ক

ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর হুঁশিয়ারি দিলেন পুতিন

ভ্লাদিমির পুতিন

ইউক্রেন ইস্যুতে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নের উপর আরও চাপ সৃষ্টি করেছে। আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়া শীতকালে ইউরোপে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ঘটাতে গ্যাস কেটে ফেলতে পারে। 

পুতিন বলেন, পশ্চিমাদের নিজের দোষেই ইউরোপীয় গ্রাহকদের কাছে রুশ গ্যাসের প্রবাহ কমে গেছে। এটি আরও কমে যেতে পারে।

রুশ প্রেসিডেন্ট বলেন, একটি টারবাইন দ্রুত প্রতিস্থাপন করা না হলে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে পাম্প করা গ্যাসের পরিমাণ দিনে ৬০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ঘনমিটার বা সক্ষমতার প্রায় এক পঞ্চমাংশে নেমে আসবে।

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর