২০ জুলাই, ২০২২ ১৮:২১

ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে রুশ মিত্র সিরিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে রুশ মিত্র সিরিয়া

এবার রাশিয়ার মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র সিরিয়া ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া।’

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়াকে সমর্থন করার জন্য সিরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ।

তিনি আরও বলেছিলেন, ‘এখন থেকে সিরিয়া ও ইউক্রেনের মধ্যে আর কোন সম্পর্ক নেই।’

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর