২৪ জুলাই, ২০২২ ০৯:২৬

পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

অনলাইন ডেস্ক

পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

ন্যান্সি পেলোসি। ফাইল ছবি

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাতে  শনিবার এ খবর প্রকাশ করে বার্তাসংস্থা রয়টার্স।

ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে চীনের ছয়জন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, অতীতে বেইজিং যে হুমকি দিয়েছে এবারেরটি সেগুলোর চেয়ে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী।

এদিকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং স্টেট ডিপার্টমেন্ট ওই রিপোর্ট নিয়ে কোনোরকম মন্তব্য করতে রাজি হয়নি।

গত ১৮ জুলাই ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেলোসি আগামী আগস্টে তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন।

মূলত, চীন তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা জোরদার করছে এবং সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে চীনা সার্বভৌমত্ব মেনে নিতে চাপ দিতে চাইছে।

যদিও তাইওয়ানের সরকার জানিয়ে দিয়েছে যে, দ্বীপ রাষ্ট্রটির ২ কোটি ৩০ লাখ মানুষই কেবল তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। তারা শান্তি চায়, তবে হামলা চালানো হলে তারা নিজেদের রক্ষা করবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর