২৫ জুলাই, ২০২২ ০৩:৪০

বাহামায় স্পিডবোট ডুবে ১৭ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ অনেকে

অনলাইন ডেস্ক

বাহামায় স্পিডবোট ডুবে ১৭ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ অনেকে

বাহামার সমুদ্র উপকূলে একটি স্পিডবোট ডুবে হাইতির ১৭ শরণার্থী মারা গেছে বলে জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ। 

দারিদ্র্য আর সংঘাত কবলিত হাইতির বাসিন্দাদের অনেকেই সমুদ্র পথে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। 

উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করেছে। যাদের মধ্যে নবজাতক শিশুও আছে। এছাড়াও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জন নারী।

রবিবার বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডাভিস নিজেই সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন।

ডাভিস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে শরণার্থী বোঝাই স্পিডবোটটি মিয়ামির দিকে যাচ্ছিল। সমুদ্রের উত্তাল অবস্থার কারণে স্পিডবোটটি ডুবে যায়।

ধারণা করা হচ্ছে স্পিডবোটটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল। সেই হিসেবে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। 

এঘটনায় বাহামার দুই ব্যক্তিকে মানবাপাচারকারী সন্দেহে আটক করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর