২৫ জুলাই, ২০২২ ১৪:১৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার হেনরি কিসিঞ্জারের ‘উল্টো সুর’

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার হেনরি কিসিঞ্জারের ‘উল্টো সুর’

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সম্প্রতি জার্মানির শীর্ষ সাপ্তাহিক ডের স্পিগেলকে ইউক্রেন যুদ্ধ ও এর পরিণতি নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রক্রিয়া শুরুর জন্য ইউক্রেনের ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

কিন্তু ৯৯ বছর বয়সি কিসিঞ্জার এবার ভিন্ন কথা বললেন। ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেছেন, ভবিষ্যতে শান্তি সমঝোতায় রাশিয়ার কাছে ইউক্রেনের ভূমি মোটেও ছেড়ে দেওয়া উচিত হবে না।

জার্মানির সম্প্রচার মাধ্যম জেডডিএফ-এ এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনের ভূমি ছাড়ার বিষয় থাকা উচিত হবে না। রাশিয়ার সঙ্গে আলোচনা হলে সেখানে ‘কী আলোচনা হবে এবং কী হবে না’ পশ্চিমা দেশগুলোকে তা স্পষ্ট রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তবে সব কিছু ইউক্রেনের জনগণের মতামতের আলোকে হতে হবে বলেও মত দেন তিনি।

গত মে মাসে রাশিয়ার কাছে ভূমি ছেড়ে দেওয়ার কথা বলে কিসিঞ্জার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির কর্মকর্তাদের ক্রোধে পড়েন। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর