২৫ জুলাই, ২০২২ ২৩:১২

নেপালে ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

নেপালে ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি

নেপালে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার ভোরে ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের সময় স্থানীয়রা ঘুম থেকে উঠে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। পিটিআইয়ের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৬টা ৭মিনিটে অনুভূত হয়।

ভূমিকম্পের  কেন্দ্রস্থল ছিল কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে সিন্ধুপালচক জেলার হেলাম্বুতে। 

কাঠমান্ডু উপত্যকার আশপাশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর