২৬ জুলাই, ২০২২ ১৪:১৫

খাদ্যশস্য চুক্তির প্রতি মস্কো-কিয়েভকে সম্মান দেখানোর আহ্বান এরদোগানের

অনলাইন ডেস্ক

খাদ্যশস্য চুক্তির প্রতি মস্কো-কিয়েভকে সম্মান দেখানোর আহ্বান এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এই আশার কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। 

গত শুক্রবার কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য পরিবহনে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। তবে চুক্তির ২৪ ঘণ্টা না যেতে ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

এরদোগান বলেন, আমরা আশা করি তারা যে দায়িত্ব নিয়েছে সে অনুযায়ী কাজ করবে। চুক্তি বাস্তবায়ন হলে তার দায় সবার ওপর বর্তাবে বলে মন্তব্য করেন তিনি। চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে যে খাদ্য সংকট তৈরি হয়েছে তা লাঘব হবে বলে মন্তব্য করেন এরদোগান।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর