২৭ জুলাই, ২০২২ ১২:৪৫

মিয়ানমারে জান্তার লাগাম টানতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

মিয়ানমারে জান্তার লাগাম টানতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয় অং সান সু চির দলের সাবেক সংসদ সদস্য ফিও জিয়া থাওকে

মিয়ানমারে গণতন্ত্রপন্থি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করায় জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

গত সোমবার জান্তা সরকারবিরোধী আন্দোলনে যুক্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য  মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়। তবে কবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

গতকাল মঙ্গলবার চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ডকে আইনসম্মত আখ্যা দিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা।

সামরিক জান্তা বলেছে, জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, মিয়ানমারের প্রতি চীনের প্রভাব অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হতে পারে। আমরা সারাবিশ্বের দেশগুলোর প্রতি আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। তারাও বেশি কাজ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। সু চির সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। গণতন্ত্রপন্থীদের দমাতে নৃশংস দমন-পীড়ন চালিয়ে আসছে দেশটির সামরিক জান্তা।

সূত্র: গার্ডিয়ান।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর