২৭ জুলাই, ২০২২ ১৪:১৫

গ্রিসে সৌদি যুবরাজ, আলোচনার টেবিলে জ্বালানি

অনলাইন ডেস্ক

গ্রিসে সৌদি যুবরাজ, আলোচনার টেবিলে জ্বালানি

২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। যুক্তরাষ্ট্রে বসবাস করা এই সাংবাদিক ছিলেন সৌদি রাজতন্ত্রের কট্টর সমালোচক। সেই ঘটনায় ইউরোপের অনেক দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করেন। অনেকেই আবার সরাসরি বলেছিল, খাশোগি হত্যার নেপথ্যে সৌদি যুবরাজ।

সেই ঘটনার পর আর ইউরোপ সফরে যাননি যুবরাজ। তবে চার বছর পর পরিবর্তিত প্রেক্ষাপটে এবার গ্রিস সফরের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করেছেন সৌদি যুবরাজ। রাশিয়ার ইউক্রেন অভিযানে ইউরোপ জুড়ে চলছে তীব্র জ্বালানি সঙ্কট, তাই স্বাভাবিকভাবেই সৌদি যুবরাজের গ্রিস সফরের মূল প্রাধান্য জ্বালানি।

সৌদি ক্রাউন প্রিন্স এক ঘোষণায় জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সামনে অনেক ঐতিহাসিক সুযোগ-সুবিধা রয়েছে। যা আমরা আজ চূড়ান্ত করবো। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, যা আমরা গ্রিস ও দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সরবরাহ করতে পারবো।’ 

যুবরাজ আরও বলেন, ‘আমরা হাইড্রোজেন নিয়েও কাজ করবো এবং কীভাবে গ্রিসকে ইউরোপের হাইড্রোজেনের কেন্দ্র বানানো যায়, সেটাও থাকবে আমাদের পরিকল্পনায়। এটা আমাদের উভয়ের জন্য গেম চেঞ্জার হবে।’


সূত্র: ইউরো নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর