২৭ জুলাই, ২০২২ ১৪:১৫

বরখাস্তের পর নতুন প্রসিকিউটর জেনারেল নিয়োগ দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

বরখাস্তের পর নতুন প্রসিকিউটর জেনারেল নিয়োগ দিলেন জেলেনস্কি

বরখাস্তকৃত প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা (বায়ে), নতুন নিয়োগকৃত প্রসিকিউটর আন্দ্রি কস্তিন (ডানে)

গত সপ্তাহে প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি নতুন প্রসিকিউটর জেনারেল নিয়োগ দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিজ দল পিপল পার্টির আইনপ্রণেতা আন্দ্রি কস্তিনকে পরবর্তী প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। কস্তিনকে নিয়োগের জন্য ভোট দিতে সংসদে আনুষ্ঠানিক আবেদন করেছেন জেলেনস্কি। তবে সংসদ কখন ভোটের আয়োজন করবে খবরে সেটা বলা হয়নি।

গত সপ্তাহে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউয়ের প্রধান বাকানভ ও প্রসিকিউটর জেনারেল ভেনেদিকতোভাকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে জেলেনস্কির অভিযোগ, তাদের অধীনে কাজ করা ৬০ জনের বেশি কর্মকর্তা নানা সময়ে রাশিয়ার সঙ্গে যোগসাজশ করেছে। প্রসিকিউটর জেনারেলের কার্যালয়, তদন্তকারী সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাশিয়াকে সহযোগিতা করার ঘটনায় ৬৫১টি মামলা করা হয়েছে। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর