২৭ জুলাই, ২০২২ ১৪:৩৮
আল জাজিরার প্রতিবেদন

হিমারস রকেট হামলার পর রুশ নিয়ন্ত্রিত খেরসনের একমাত্র ব্রিজ বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

হিমারস রকেট হামলার পর রুশ নিয়ন্ত্রিত খেরসনের একমাত্র ব্রিজ বন্ধ ঘোষণা

খেরসনের একমাত্র ব্রিজ

রাশিয়ার সেনাবাহিনী গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর যেসব অঞ্চল দখলে নিয়েছে খেরসন তার অন্যতম। ইউক্রেন সম্প্রতি রুশ সেনাদের কাছ থেকে খেরসন পুনর্দখলের ঘোষণা দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হিমারস রকেট ব্যবস্থা নিয়ে খেরসনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। হামলার পর খেরসনের রুশ কর্তৃপক্ষ শহরের একমাত্র ব্রিজ বন্ধ ঘোষণা করেছে। ব্রিজটি দনিপার নদীর ওপর অবিস্থত।

রাশিয়ার সরকারি গণমাধ্যম ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের জন্য খেরসনের একমাত্র ব্রিজ আন্তোনভস্কি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেনীয় হামলায় ব্রিজটির কাঠামোতে কোনো ক্ষতি হয়নি।

আরেক রুশ গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, ব্রিজটিতে হিমরাস দিয়ে আঘাত হানা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে খেরসন উদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে ব্রিজ ধ্বংস হলে উপকার মিলতে পারে।

গত শুক্রবার মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ২৭ কোটি ডলারের অতিরিক্ত সহায়তা প্যাকেজ ঘোষণা করে। যার মধ্যে চারটি হিমারস এবং সর্বোচ্চ ৫৮০টি ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। হিমারস রকেট নিক্ষেপকগুলো প্রচলিত কামানের তুলনায় অপেক্ষাকৃত বেশি দূরত্ব অতিক্রম করার পাশাপাশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর